সিলেটে যুবদলের সম্মেলনে বক্তারা
আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে

সিলেট জেলা যুবদলের সম্মেলনে আমন্ত্রিত বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪০
বিএনপি নেতারা বলেছেন, সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আন্দোলনের মাধ্যমে এ অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের ভোটের অধিকার না ফেরানো পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না।
শনিবার সিলেট জেলা যুবদলের সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন। নগরীর রেজিস্টারি মাঠে সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক, বিএনপির সহ-ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, খন্দকার আব্দুল মুক্তাদীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ প্রমুখ। এর আগে সম্মেলন উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হয় কাউন্সিলরদের ভোট গ্রহণ।
কাউন্সিলে সভাপতি পদে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ ও সাবেক ছাত্রদল নেতা উমেদুর রহমান উমেদ।
- বিষয় :
- বিএনপি
- ভোটের অধিকার
- যুবদল
- সিলেট