মিরসরাইয়ে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:২৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:২৮
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার রাত ১১টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বিশ্বরোডের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমকি চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌধুরীহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- নিহত
- সংঘর্ষ
- অটোরিকশা
- কাভার্ডভ্যান