ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে বস্ত্র ও পাটমন্ত্রী

বিজেএমসির সব বন্ধ মিল চালু চলতি বছরেই

বিজেএমসির সব বন্ধ মিল চালু চলতি বছরেই

বস্ত্র অ পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (ফাইল ছবি)

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৩:২৩

চলতি বছরের মধ্যেই বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সব বন্ধ মিল পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার

নগরের আমিন জুট মিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বন্ধ করা ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল লিজের প্রক্রিয়ায় থাকার কথাও জানান।

মন্ত্রী আরও বলেন, 'বিজেএমসির ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দিতে শর্ত সংশোধনের প্রক্রিয়াও চলছে। এটি শেষ হতে ১৫ দিনের মতো লাগতে পারে।' তিনি বলেন, 'যখন মিলগুলো বন্ধের ঘোষণা দেই, তখন প্রধানমন্ত্রী আমাদের খুব তাড়াতাড়ি এগুলো আবার চালু হবে বলে বলেছিলেন। কীসের ভিত্তিতে হবে তার একটি ধারণাও তিনি দিয়েছিলেন। আমরাও দ্রুত সময়ের মধ্যে মিলগুলো চালুর চিন্তা করি। আর এটির সহজ রাস্তা হলো ইজারাভিত্তিতে। এরই মধ্যে তিনটি মিল তিনজন লিজগ্রহীতা চালু করেছেন। আরও তিনটি চালুর পর্যায়ে আছে। যারা লিজ নেবেন তারা যেন ভাবেন লিজ নিলে ক্ষতি নয়; লাভ হবে- সেই প্রক্রিয়ায় এগোচ্ছি আমরা।'

শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে মন্ত্রী বলেন, '৯৮ শতাংশ শ্রমিকের টাকা আমরা দিয়ে দিয়েছি। তবে অন্য সমস্যার কারণে কিছু শ্রমিক এখনও টাকা পায়নি। এদের অনেকেই বাসা দখল করে আছে। অনেকেরই আবার মামলাজনিত ও পরিচয়পত্রে ভুলের সমস্যাও রয়েছে। মানবিক দিক বিবেচনা করে এদের টাকাও দ্রুত দিতে সংশ্নিষ্টদের নির্দেশ দিয়েছি।'

মন্ত্রী আমিন জুট মিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জুটমিলের মহাব্যবস্থাপক এ এইচ এম কামরুল হাসান, ব্যবস্থাপক (প্রশাসন) আলাউদ্দিন পাটোয়ারী, ব্যবস্থাপক (উৎপাদন) মিলজার হোসেন, কর্মকর্তা জহির উদ্দীন প্রমুখ। বিকেলে মন্ত্রী নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত রাবারভিত্তিক শিল্পপণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরও পড়ুন

×