দু’দিন আগে নিখোঁজ যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ০৭:১৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ০৭:১৮
দুই দিন আগে নিখোঁজ হওয়া আহমদুল্লাহ মৃদুল (২৫) নামে এক যুবকের মরদেহ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নদীর আল আমিন নগর এলাকার তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃদুল নগরের নলুয়াপাড়া এলাকার এবাদুল্লাহর ছেলে।
মৃদুলের বাবা এবাদুল্লাহর দাবি গত মঙ্গলবার রাতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মৃদুল। দু’দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ দেখে শনাক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, মরদেহ পরিবার নিয়ে গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা।
- বিষয় :
- নিখোঁজ
- যুবক
- মরদেহ উদ্ধার
- শীতলক্ষ্যা নদী
- নারায়ণগঞ্জ