ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধ

কিশোরকে গরম পানিতে ঝলসে দিল বোনেরা

কিশোরকে গরম পানিতে ঝলসে দিল বোনেরা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঝগড়ার সময় এক কিশোরের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে তার মামাতো বোনেরা। এতে ছেলেটির পুরুষাঙ্গসহ দেহের বিভিন্ন অংশ ঝলসে গেছে। উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শুঁটকি বেপারি বাড়িতে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা হলেও শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আহত কিশোর নজরুল ইসলামকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কিশোরের বাবা ইউছুফ বলেন, শ্বশুরবাড়িতে ১৫ শতক জমি নিয়ে আমার স্ত্রী আফরোজের নেছার সঙ্গে তাঁর ভাই সেলিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার ওই বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় নজরুলের গায়ে গরম পানি ঢেলে দেয় সেলিমের মেয়ে মিশু ও নূপুর। এ ঘটনার পরপরই আমার স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করলেও আসামিদের ধরতে টালবাহানা করছে পুলিশ।
সেলিম মিয়া বলেন, আমার অনুপস্থিতিতে ঘরে ঢুকে স্ত্রী-সন্তানদের মারধর করতে উদ্যত হয় নজরুল ও তাঁর বাবা। এ সময় আত্মরক্ষার্থে শিশুদের গোসলের জন্য প্রস্তুত করা গরম পানি নিক্ষেপ করা হয়। এর বেশি কিছু নয়। তাকে চিকিৎসার জন্য আমিই হাসপাতালে নিয়ে গেছি। এটি আমাদের একান্তই পারিবারিক বিষয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×