পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৪
পরীক্ষা ভালো না হওয়ায় সারজিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রোববার রাত ৮ টার দিকে জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
নিহত ফারজিনা পৌর শহরের কামারপট্টি এলাকার সমছের আলীর মেয়ে। চলতি বছর সানরাইজ এডুকেয়ার একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সারজিনা আক্তার।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে নিজের রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সারজিনা। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরীক্ষা ভালো না হওয়ায় সারজিনা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।
বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসিবুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, সারজিনা খুব শান্ত স্বভাবের মেয়ে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। কিন্তু পরীক্ষা ভালো না হওয়ার কারণে সারজিনা আত্মহত্যা করেছে বলে তার পরিবার আমাকে জানিয়েছে।