নেত্রকোনায় পিকআপের ধাক্কায় নিহত ১

ছবি: গুগল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০২:৩৫
নেত্রকোনার পূর্বধলায় পিকআপের ধাক্কায় চান মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে জেলার পূর্বধলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত চান মিয়া জেলার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চান মিয়া সকালে পিকআপে করে ময়মনসিংহ যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামগঞ্জ বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে পিকআপ আরোহী চান মিয়া ঘটনাস্থলেই মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সমকালকে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাক ও পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় মামলার প্রস্তুতি চলছে।