সিকৃবিতে আধুনিক সাত গবেষণাগার উদ্বোধন

সিলেট ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩৯
উদ্বোধনকালে উপাচার্য মতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে সব ধরনের কাজ চলমান আছে। তবে বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারের সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই গবেষণাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দক্ষ মানুষের অভাব রয়েছে। তাই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করা হয়। আর জ্ঞান সৃষ্টি করতে গবেষণাগার প্রয়োজন হয়। অদূর ভবিষ্যতে গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের মাঝে শক্ত জায়গা করে নেবে।