রমেক হাসপাতালে 'বকশিশ' সিন্ডিকেট তদন্তে কমিটি, দুই কর্মচারী বরখাস্ত

ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের এক চিকিৎসক তাঁর মাকে ভর্তি করাতে গিয়ে 'বকশিশ' সিন্ডিকেট চক্রের হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় ওই চিকিৎসক লিখিত অভিযোগ দিলে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মচারী মাসুদ ও ঝর্ণা বেগমকে বরখাস্ত করে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এতে হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকারকে প্রধান এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবুল হাসান ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরীকে সদস্য করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ বি এম রাশেদুল আমীর অভিযোগ করেন, স্বজনরা গত ১৭ সেপ্টেম্বর তাঁর মাকে হৃদরোগ বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগে ভর্তির জন্য বকশিশ সিন্ডিকেট ২৫০ টাকা দাবি করে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের মা জানতে পেরে সরকারি ভর্তি ফি ২৫ টাকার স্থলে ৫০ টাকা নেওয়া হয়। এরপর সিসিইউতে তাঁর অসুস্থ মাকে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগে কর্মরত দু'জন ২০০ টাকা বকশিশ নেন। এ সময় তাঁদের চিকিৎসকের মা পরিচয় দেওয়া হলে তারা বলে- 'যে স্যারেরই মা হোক না কেনো টাকা দিতেই হবে।' পরে মায়ের শয্যার পাশে অবস্থানকালে সিসিইউতে কর্মরত ওয়ার্ডবয় পরিচয়ধারী মাসুদ তাঁর কাছে সরাসরি টাকা দাবি করে।
রমেক হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রংপুর মেডিকেল
- বকশিশ
- কর্মচারী বরখাস্ত
- রংপুর