ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

মসিউর রহমান রাঙ্গা।

রংপুর অফিস

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১৩:২২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১৩:২২

মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর জেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত করে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টুকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির সুপারিশ করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

এটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এ আহ্বায়ক কমিটিতে দলের চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ উপজেলার জাপা নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনে এ কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×