অধ্যাপক জামাল নাছের কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

অধ্যাপক জামাল নাছের
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৪
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক জামাল নাছের। তিনি বর্তমানে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কুমিল্লার লালমাই উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের সন্তান জামাল নাছের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার কলেজ পরিদর্শক এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুস ছালাম আগামী সপ্তাহে অবসর নেবেন এবং জামাল নাছের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করবেন।