ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা

ছবি: র্যাবের সৌজন্যে
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২২
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার হরিরামপুর মহল্লায় অভিযান চালিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলো- পত্নীতলা উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী, মহাদেবপুরের গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন ও পাবনার খাঁরপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার। শুক্রবার তাদের পত্নীতলা থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়। র্যাব তাদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, দুটি ল্যাপটপ, নগদ টাকাসহ সাইবার অপরাধের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যম টিনডার ডট কম, স্নাপচ্যাট, পিওএফ ডটকমসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। অভিযোগ আছে, এভাবে তারা পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে সরকারকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
পত্নীতলা থানার ওসি সামসুল আলম শাহ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।