ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুই লাখে রফার চেষ্টা শিশু ধর্ষণচেষ্টার ঘটনা

দুই লাখে রফার চেষ্টা শিশু ধর্ষণচেষ্টার ঘটনা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন সন্তানের বাবার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে দুই লাখ টাকার বিনিময়ে তা মীমাংসার চেষ্টা চালান স্থানীয় মাতব্বররা। উপজেলার পাইস্কা এলাকার এই ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মেয়েটির মা। অভিযুক্ত মো. মোস্তফা ঘটনার পর থেকে পলাতক। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বেল দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান প্রতিবেশী মোস্তফা। বাড়ির পাশের কবরস্থানে নিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালালে মেয়েটি গোঙাতে থাকে। এ সময় এক পথচারী বিষয়টি টের পেয়ে এগিয়ে যান। তাঁকে দেখে পালিয়ে যান মোস্তফা। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রাম্য মাতব্বর সিরাজুল ইসলাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুঞ্জু মল্লিক, শফিকুল ইসলাম শফি, ফিরোজ আহমেদ, রিপন মিয়া, মোকাদ্দেছ ওরফে মোক্কা প্রমুখ মীমাংসার জন্য মেয়ের পরিবারকে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে বৈঠকে বসিয়ে দুই লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান তাঁরা। জোর করে ৮০ হাজার টাকাও দেওয়া হয় শিশুটির স্বজনের হাতে। এতে রাজি না হলে হুমকি-ধমকি দিতে থাকেন তাঁরা। একই সঙ্গে থানায় যেতেও বাধা দেওয়া হয়।
সিরাজুল মাস্টার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের স্বার্থে স্থানীয়রা বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছিলাম। পরে মেয়ের পরিবার অন্যের প্ররোচনায় মত পরিবর্তন করায় তা সম্ভব হয়নি। এখন বিষয়টি থানায় গড়িয়েছে।
অভিযুক্ত মোস্তফার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। বন্ধ আছে তাঁর ব্যবহূত মোবাইল ফোনটিও। তাঁর ছেলে আলম মিয়া জানান, মোস্তফা বাড়িতে নেই, তিনি কাজ করতে এলাকার বাইরে গেছেন। ওসি চান মিয়া বলেন, ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×