ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে কমিটি গঠন নিয়ে মুখোমুখি ছাত্রলীগের দু'পক্ষ

ফরিদপুরে কমিটি গঠন নিয়ে মুখোমুখি ছাত্রলীগের দু'পক্ষ

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৫ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৫

ফরিদপুরে কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগের দু'পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এর জেরে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা-মামলা, বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধনের পর বৃহস্পতিবার এক পক্ষের সংবাদ সম্মেলনের সময় অপর পক্ষ মহড়া দিয়েছে। এতে দলের মধ্যে উত্তেজনা এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে সংবাদ সম্মেলন হয় ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে। এ অনুষ্ঠান শেষ হতে না হতেই সেখানে হাজির হন অপর পক্ষের নেতাকর্মীরা। এ সময় হাতাহাতির ঘটনা ঘটলেও বড় সংঘর্ষে জড়ানো থেকে তাঁদের নিবৃত্ত করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, শহর ছাত্রলীগের সভাপতি বিবাহিত ও সাধারণ সম্পাদক চাকরি নিয়ে বাইরে থাকায় কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। তবে এর বিরুদ্ধে সম্প্রতি কয়েকজন মানববন্ধন করেছেন, তাঁদের সবার নামেই মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অসংখ্য মামলা আছে। তাঁদের পকেটে খুঁজলে বিভিন্ন অফিসের টেন্ডার মিলবে। বিভিন্ন মহলের শেল্টার নিয়ে তাঁরা ধান্দাবাজিসহ নানা অপকর্ম করছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আফিদ বিন ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করার আগেই সেখানে হাজির হন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আখন্দের নেতৃত্বে অপর পক্ষের নেতাকর্মীরা। এ সময় এক সমাবেশে বক্তব্য দেন কাওসার সমর্থিত জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান প্রমুখ।

কাওসার বলেন, সংবাদ সম্মেলন করে যাওয়ার সময় তাঁরা ছাত্রলীগের দুই সমর্থক ফাহিম মৃধা ও সজীবকে মারধর করেছেন। এর বিচার চাই। তা ছাড়া তাঁদের পকেট কমিটি আমরা মানি না।

আরও পড়ুন

×