দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের

ছবি: সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ১০:১৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ১০:১৬
জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগি ও গরু বোঝাই দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে গরু বোঝাই পিকআপের চালক বাবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় এই ঘটনায় আরও তিনজন ব্যবসায়ী ও মুরগি বোঝাই পিকআপের চালক আহত হয়েছেন।
সন্ধ্যার পর সমকালকে এসব তথ্য জানিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।
নিহত গরু বোঝাই পিকআপের চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের মৃত আবু তাহের ছেলে সোহেল (২৫), সৈয়দপুর সিপাহি পাড়ার আজিজার রহমানের ছেলে শফিক (৪০) এবং জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের আক্কাস আলীর ছেলে আবু সাঈদ (২৫)। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই গরু ও মুরগীর ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, গরু বোঝাই পিকআপটি নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল আর মুরগি বোঝাই পিকআপটি দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় ওই দুটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু বোঝাই পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। সেই সঙ্গে যখম হওয়া গরুগুলো স্থানীয়রা জবাই করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সমকালকে বলেন, গরু ও মুরগি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে গরু বোঝাই পিকআপের চালক মারা গেছেন। আর আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মুরগি বোঝাই পিকআপের চালকও রয়েছেন। ওই ঘটনায় চারটি গরু যখম হয়েছে। তবে স্থানীয়রা ওই গরুগুলো জবাই করেছেন।