নারী ফুটবলার নিয়ে মন্তব্য, আখাউড়ায় মাদ্রাসা শিক্ষককে শোকজ

প্রতীকী ছবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৮:০৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৮:০৯
সাফ গেমসজয়ী নারী ফুটবলারদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় আখাউড়ায় রাকিবুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। তিনি আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।
এ ব্যাপারে রাকিবুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন বলেন, 'কেউ দেশদ্রোহী বা সরকারবিরোধী কোনো কথা বললে বিরুদ্ধাচারণ আমিও করব। এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হোক এটা আমিও চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজে গেছেন। তিনি ফিরে এলে এ ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেব।'
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর বলেন, সরকারের বেতনভুক্ত শিক্ষক হয়ে এমন মন্তব্য করায় রাকিবুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অফিস খোলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, ওই শিক্ষক বড় অর্জনকে ম্লান করে দিয়েছেন। তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।