ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গোয়াইনঘাট

ইউপিতে নৌকার প্রার্থী যাঁরা

ইউপিতে নৌকার প্রার্থী যাঁরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০০:২২

গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

তাঁদের মধ্যে গোয়াইনঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ পাল ছানা, পূর্ব জাফলং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়নে উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে আব্দুছ সালামকে নৌকার প্রার্থী করা হয়েছে।

এর আগে দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে পশ্চিম জাফলংয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মনোনীত করার তথ্য জানানো হয়। তবে ভোটারতালিকা অনুযায়ী তিনি অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাঁর পরিবর্তে আব্দুছ সালামকে মনোনীত করা হয়।

আরও পড়ুন

×