ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাঁচবিবিতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

পাঁচবিবিতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ

ইউনিয়ন বিএনপির সম্মেলন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি-সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১০:৩৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ১০:৩৮

ধাওয়া-পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১০ কর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ধুরুইল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ গফুর মণ্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রাব্বু) ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী কর্মী-সমর্থক নিয়ে প্যান্ডেলের উত্তর পাশে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক নিয়ে সম্মেলন স্থলে আসছিলেন। এ সময় উভয় পক্ষের কর্মী-সমর্থকরা লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করেন। এক পর্যায়ে উভয় পক্ষ থেমেও যায়।

এরপর সম্মেলনে হঠাৎ করে কুসুম্বা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল মতিন মাস্টারের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ কর্মী আহত হন।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রাব্বু) অভিযোগ করেন, তাঁদের নেতাকর্মীকে বাদ দিয়ে পকেট কমিটি গঠন করে নাম ঘোষণা করেছেন তাঁরা। তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম দাবি করেন, জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করেই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এরপর তাঁরা মঞ্চ দখল করে মারধর শুরু করেন। এ সংঘর্ষের জন্য দায়ী তাঁরা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×