মাকে বাঁচাতে ঝাঁপ দেওয়া নাঈমের সন্ধান মেলেনি

কোস্টগার্ড ও পুলিশের উদ্ধারকারী দল নিখোঁজ নাঈম হোসেনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ছবি- সংগৃহীত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০৮:২০ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৮:২০
মুন্সীগঞ্জের মেঘনায় মাকে বাঁচাতে গিয়ে নিখোঁজ নাঈম হোসেনের (২১) সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে পাগলা কোস্টগার্ড ও পুলিশের দুটি দল এবং একটি ডুবুরি দল সোমবার দুপুরে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নাঈমের সন্ধান মেলেনি বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
এর আগে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জের মেঘনায় ঝাঁপ দিয়ে তলিয়ে যান নাঈম।
জানা যায়, নাঈম হোসেন ও তাঁর মা জামিরুন বেগম শরীয়তপুর ধুলারচর থেকে ঢাকা সদরঘাটের দিকে বাইজিদ জুনাইদ-১ লঞ্চে করে যাচ্ছিলেন। মায়ের কাছে টাকা চেয়েছিলেন নাঈম। টাকা দিতে না চাইলে মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় তাঁর। একপর্যায়ে মায়ের গলার সোনার চেইন ছিনিয়ে নিতে চেষ্টা করলে ক্ষোভে মা নদীতে ঝাঁপ দেন। পরে মাকে বাঁচানোর জন্য নাঈমও নদীতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় নিখোঁজ হন তিনি। নাঈম শরীয়তপুরের সখীপুর থানা এলাকার আক্তার হোসেনের ছেলে।
নাঈমের মায়ের বরাত দিয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইজাজ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় ট্রলার চালকরা জামিরুন বেগমকে জীবিত উদ্ধার করেন। তবে সাঁতার না জানায় নাঈম পানিতে ডুবে যান।
পাগলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে তিনটি টিম কাজ করছে।
- বিষয় :
- নিখোঁজ
- ছেলে
- কোস্টগার্ড
- নদীতে ঝাঁপ
- ঢাকা
- মুন্সিগঞ্জ