হত্যাচেষ্টা মামলা
মাগুরায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০৯:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৯:১৬
মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য চাঁদ আলী হত্যাচেষ্টা মামলায় ওই ইউপির চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিরা মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক মোহাম্মদ কামরুল হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রাশেদ মাহমুদ শাহীন জানান, গত ২৩ আগস্ট রাতে মাগুরা শহর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ইউপি সদস্য ও যুবলীগ নেতা চাঁদ আলী। গুরুতর জখম করা হয় তাঁর ভাই মসিদুল সর্দার ও ওবাইদুলকে। এ ঘটনায় চাঁদ আলীর ভাই বাচ্চু সর্দার গত ২৫ আগস্ট শ্রীকোলের ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ, তাঁর ভাই রাজনসহ ৩০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। পরে আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। সেই সময় শেষে মঙ্গলবার তাঁরা মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান।
আসামিপক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান জানান, তাঁরা এ আদেশে সন্তুষ্ট নন। আসামিদের মধ্যে একজন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সামনেই নির্বাচন। তাঁরা এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন।