সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবল বাল্কহেড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ১৩:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ১৩:৩৪
টাঙ্গাইলের মির্জাপুরে সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুর ২ নম্বর পিলারে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ নিয়ে এক বছরে চারবার এ ধরনের ঘটল বলে স্থানীয়রা জানান।বাল্কহেডের শ্রমিকরা জানান, টাঙ্গাইল সদর উপজেলার তালতলা নামক স্থান থেকে সকালে বাল্কহেডটি চার হাজার সিএফটি বালুভর্তি করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উদ্দেশে রওনা দেয়। সেখানে জাকির হোসেন এবং আইয়ুব বাল্কহেডটি বুঝে নেবেন। দুপুর ২টার দিকে বাল্কহেডটি বংশাই নদীর ওপর নির্মিত সেতুর কাছে পৌঁছায়। সেতুর নিচ দিয়ে পার হওয়ার সময় বাল্কহেডটি সেতুর ২ নম্বর পিলারে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাল্কহেডে থাকা শ্রমিক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানোয়ার জানান, বাল্কহেডের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যায়। দুপুরে সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ফেটে গিয়ে পানিতে ডুবে যায়।
উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর প্যাঁচপাড়া গ্রামের মদন চন্দ্র সরকার বলেন, এভাবে বারবার পিলারে বাল্কহেডের ধাক্কায় সেতুর ক্ষতি হচ্ছে। এদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।
মির্জাপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১৪-১৫ অর্থবছরে ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে।
উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনাটি তিনি জানেন না। (আজ) বুধবার সকালে তিনি সেতুটি পরিদর্শন করবেন বলে জানান।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বাল্কহেডের ধাক্কায় সেতুর কোনো ক্ষতির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সেতুর পিলারে ধাক্কা
- বাল্কহেড
- ঢাকা
- টাঙ্গাইল
- মির্জাপুর