ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাইবান্ধায় উপনির্বাচন: ভোটার উপস্থিতি কম কেন্দ্রগুলোতে

গাইবান্ধায় উপনির্বাচন: ভোটার উপস্থিতি কম কেন্দ্রগুলোতে

ছবি: সমকাল

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ২৩:৫২ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০১:৩৮

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রার্থীদের।

স্থানীয়রা জানান, ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, টেকনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, উপজেলার উড়িয়া ইউনিয়নের উড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তুলনামূলক ভোটার উপস্থিতি কম। নেই ভোটারদের দীর্ঘ  লাইন। প্রতিটি কেন্দ্রে মাত্র ৫-৭ জন করে পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে নারী ভোটারদের লাইন তুলনামূলক পুরুষদের চেয়ে বড়।

গাইবান্ধা-৫ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে সাইফুল ইসলাম জানান, নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটের মাঠে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি ও ৫টি সাদা পোশাকের স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে রয়েছেন। তাছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে থাকছেন। এ ছাড়া ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র।

গত জুলাই মাসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজরে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×