ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রায় ঘোষণার পর রোজোয়ান সাদ্দামকে কারাগারে পাঠানো হয় - সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ০৭:২০ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০৮:০২

দিনাজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রোজোয়ান সাদ্দামকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেল ৩টার দিকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম নবাবগঞ্জ উপজেলার হরিপুর সোনামুড়ি গ্রামের হারুন-উর রশিদের ছেলে। তার স্ত্রী লায়লা খাতুন একই উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ সাবজান মিয়ার মেয়ে।

মৃত্যুদণ্ডের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম। তিনি বলেন, আসামি রোজোয়ানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে পারিবারিকভাবে লায়লা ও রোজোয়ান সাদ্দামের বিয়ে হয়। বিয়েতে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দেয় লায়লার পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই আসামি সাদ্দাম যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে আসছিলেন। ২০১৬ সালের ১০ জুলাই লায়লা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যান। এ সময় আরও ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন সাদ্দাম। টাকা দিতে না পারায় সাদ্দাম তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখেই চলে যান। বিষয়টির সমাধান হলে ২০১৬ সালের ২৩ জুলাই লায়লাকে নিজের বাড়িতে ফিরিয়ে নেন সাদ্দাম। এর দুইদিন পর লায়লাকে হত্যার কথা জানতে পান তার বাবা। এ ঘটনার পরদিন নিহত লায়লার বাবা নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় স্বামী সাদ্দামসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহাসানুর রহমান রোজোয়ান সাদ্দামকে অভিযুক্ত করে ১১(ক) ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক শরীফ উদ্দীন আহমেদ আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

×