ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই বছরের সন্তান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাবা গ্রেপ্তার

দুই বছরের সন্তান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ০৫:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ০৫:২৬

রংপুরে নিজ সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানার পশ্চিম খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আলাল ওরফে দুদু মিয়ার বাড়ি রংপুর সদরের কিশামত গ্রামে।

র‌্যাব জানায়, আলাল ও তার স্ত্রী চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের দুইবছর বয়সি একটি মেয়ে ছিল। ২০১৬ সালে ঈদুল আজহা উপলক্ষে স্ত্রীকে নিয়ে রংপুরে শ্বশুর বাড়িতে যান আলাল। ওই বছরের ১৫ সেপ্টেম্বর মেয়েকে বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হন। বিকালে ফিরে আসার কথা থাকলেও আর ফিরে আসেননি। পরদিন রংপুর কোতোয়ালি থানার তাজহাট এলাকার একটি কলাবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শিশুটির নানী বাদী হয়ে আলালসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় ওই বছরের ২৬ অক্টোবর আলালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে নিজ শিশুকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালত বিচার শেষে তার মৃত্যুদণ্ডের রায় দেন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, হত্যা মামলাটির বিচার চলাকালে জামিন নিয়ে লাপাত্তা হয়ে যান আলাল। আদালতেও হাজিরা দিতেন না। রায়ের দিনও আদালতে যাননি। চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×