পুলিশের ওপর হামলা ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ | ০৯:৩৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনার একদিন পর থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার রাতে যেসব আসামিকে স্থানীয়রা ছিনিয়ে নিয়েছিল তাদেরও আটক করা যায়নি। তবে শিগগিরই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।
গত শুক্রবার রাতে রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারা নেওয়া বিলে মাছ লুটপাটের মামলার আসামি হাবিবুর রহমান হাবিকে ধরতে অভিযানে যায় চার পুলিশ। স্থানীয় জেলেরা তাঁকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের ওপর হামলা চালায়। হামলায় আহত এক পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।- বিষয় :
- পুলিশ
- হামলা
- মামলা
- রাজশাহী
- চাঁপাইনবাবগঞ্জ
- গোমস্তাপুর