শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০৪:২০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০৪:২০
রাজশাহীর পুঠিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মামুনুর রশীদ মামুন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন৷
দণ্ডপ্রাপ্ত মামুন পুঠিয়া উপজেলার ধোপা পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর নাসরীন আক্তার নিপা বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি জানান, ২০১৭ সালে ৩ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এলাকাবাসীর হাতে আটক হন মামুনুর রশীদ মামুন (২৫) । এ ঘটনায় পুঠিয়া থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
- বিষয় :
- রাজশাহী
- পুঠিয়া
- ধর্ষণ
- শিশু ধর্ষণ
- যাবজ্জীবন কারাদণ্ড