ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধর্মঘটে সমর্থন নেই চট্টগ্রাম ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের

ধর্মঘটে সমর্থন নেই চট্টগ্রাম ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০৯:৫৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০৯:৫৬

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন ১০ দফা দাবিতে আগামী ২৩ অক্টোবর যে ধর্মঘটের ডাক দিয়েছে, তাতে শ্রমিকদের কোনো স্বার্থ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা। একই সঙ্গে ওই দিন স্বাভাবিকভাবে ট্যাংকলরি সড়কে চলাচল করবে বলে জানিয়েছেন তাঁরা।

আহূত ধর্মঘটের প্রতিবাদে সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর আসকারাবাদের ইউনিয়ন কার্যালয়ে একটি সভা হয়। এ সময় নেতারা বলেন, ১০ দফা দাবিতে ২৩ অক্টোবর ট্যাংকলরি ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন নামে একটি ভুঁইফোড় সংগঠন। তাদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠন চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোনো সম্পৃক্ততা নেই।

এ ছাড়া সংগঠনটি যে ১০ দফা দাবি করছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই এবং এগুলো অনেক আগেই পূরণ হয়েছে। তাই ওই দিন ট্যাংকলরি চলাচল স্বাভাবিক থাকবে।

ইউনিয়ন সভাপতি রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. হাছান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব উল্লাহ ভুইয়া, অর্থ ও প্রচার সম্পাদক মনির আহাম্মদ নিপু, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম, সদস্য এয়াকুব আলী কালু, আবদুল মন্নান, জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর প্রমুখ।

আরও পড়ুন

×