সুন্দরবনে এবারও হবে না রাসমেলা

রাসপূজা। ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১০:১৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ১০:১৪
সুন্দরবনের দুবলার চরে এবারও ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হবে না। তবে ৬, ৭ ও ৮ নভেম্ব্বর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান ও রাসপূজা হবে। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের মতো এবারও দুবলার চরে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা যেতে পারবেন। অন্য কোনো ধর্মের লোক ওই তিন দিন যেতে পারবেন না। এবারও কোনো মেলা বা উৎসব হবে না। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য লোকসমাগম কমানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত হয়েছে।তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুবলার চরে যাওয়ার জন্য পাঁচটি রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দুবলার চর রাসপূজা উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, তাঁরা রাসপূজায় সব ধর্মের মানুষের যাওয়া-আসার অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি।
- বিষয় :
- সুন্দরবন
- রাসপূজা
- পুণ্যস্নান
- রাসমেলা
- খুলনা