ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেট জেলা ও মহানগর

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১১:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ১১:০০

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ অনুমোদন দেন। মাত্র ১০ দিনের মাথায় এই অনুমোদন এলো।

গত ৯ অক্টোবর আব্দুল আহাদ খান জামালকে সিলেট জেলা কমিটির আহ্বায়ক, শাকিল মুর্শেদকে সদস্য সচিব ও মিফতাহুল কবীর মিফতাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

ঘোষিত জেলা কমিটির নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, দেলওয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, এমদাদ বপ, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক ও জাহাঙ্গীর মিয়া।

সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, ইমাম উদ্দিন, রজব আহমদ, আব্দুস সালাম আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, সাজ্জাদুর রহমান, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, আলতাফ হোসেন টিটু, সালেক আহমদ, হাবিবুর রহমান, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান মিন্টু, মো. আশিক মিয়া, আমজাদ হোসেন, প্রভাষক মাকসুদ আলম, মো. আক্তার মিয়া, সাহিদুল ইসলাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, ফাহিম আহমদ, আদিল আহমদ রিমন ও দিহান আহমদ হারুন।

একই দিন মাহবুবুল হক চৌধুরীকে আহ্বায়ক, আফসর খানকে সদস্য সচিব ও আব্দুস সামাদ তুহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

মহানগর শাখা কমিটির অন্য নেতারা হলেন- মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমেদ আনসারি, আবু সালেহ মো. তাহের, মুমিনুল ইসলাম রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন, সায়াদ আহমদ সুজন, কামরুল হাসান, আজিজ খান সজিব ও আবুল কালাম সাহেদ।

সদস্যরা হলেন- কামরুজ্জামান দিপু, বেলাল আহমেদ, দেওয়ান রেজা মজিদ, তছীর আলী, মিসবাহ আহমেদ জেহিন, জাকারিয়া মো. সালাউদ্দিন শাকের, ফাহিম আহমেদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, চমক দে পলু, সৈয়দ আমিরুল হক সলিট, মেহেদী মাহবুব সপু, সফিকুল ইসলাম, বিমল দেব, মিজানুর রহমান পাভেল, রায়হান আহমদ, রায়হান উদ্দিন রাজু, সোহেল রানা, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খা, গোলাম রাব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, নুরুল হক মাসুম, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, রুম্মান আহমদ, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশি, সোবহান আজাদ, আব্দুস সালাম, মো. সালাউদ্দিন ও কাউসার আহমদ রকি।

আরও পড়ুন

×