ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্রকে মারধর ও জুতার মালা পরানোর ঘটনায় ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ২

ছাত্রকে মারধর ও জুতার মালা পরানোর ঘটনায় ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ২

 কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০২:২০ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০২:২০

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্কুলছাত্রকে চুরির অপবাদ দিয়ে মারধর ও জুতার মালা পরানোর মামলায় ঘটনায় ইউপি মেম্বার রিপন জমাদ্দার ও খোকন ভুইয়া নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন দুপুরে আহত ছাত্রের মা বাদী হয়ে ৬জনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার রিপন জমাদ্দার উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও অপর আসামি খোকন ভুইয়া উপজেলার ছোনাউটা গ্রামের আবদুল মজিদ ভুইয়ার ছেলে।

বৃহস্পতিবার পুলিশ মামলার দুই আসামিকে কোর্টে চালান করেছে।

গত বুধবার দৈনিক সমকাল পত্রিকায় 'চুরির অপবাদে ছাত্রকে মারধর ও জুতার মালা' শিরোনামে নিউজ হয়। তারপরই পুলিশ মামলা নেয়।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছগির হোসেন ভূক্তভোগী ছাত্রকে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে ছগির তাদের গাছ থেকে মজুরির বিনিময়ে ছেলেটিকে সুপারি পারতে বলেন। পরের দিন রোববার সকালে মামলার আসামি ইউপি সদস্য রিপন জমাদ্দার স্থানীয় হুমায়ুন কবির সিকদারকে দিয়ে ওই ছাত্রকে ডেকে নিয়ে পাটিখালঘাটা ড. সেকান্দার হায়াত খান কলেজের একটি কক্ষে আটকে রাখেন। এসময় ইউপি মেম্বার ও তার লোকজন ওই ছাত্রকে মারধর করেন। পরে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো  হয়।

গ্রেপ্তার ইউপি মেম্বার রিপন জমাদ্দার জানান, শনিবার রাতে একটি অটো গাড়িতে করে দুইশ ছড়ি সুপারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া দেয়।এ সময় একজনকে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ছেলেটিকে মারধর করে এবং জুতার মালা পরিয়ে ঘুরায়।

থানার ওসি মো.মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
   

আরও পড়ুন

×