ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০২:৫৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০২:৫৩

ময়মনসিংহ নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মোবারক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের নাম কাশেম আলী (৪৮)। তিনি বরিয়ান গ্রামের প্রয়াত কেরামত আলী ফকিরের ছেলে। গ্রেপ্তার মোবারক একই গ্রামের প্রয়াত লালা মিয়া ফকিরের ছেলে।

র‌্যাব জানায়, নিহত কাশেমের সঙ্গে প্রতিবেশী মোবারক হোসেনদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ৮ অক্টোবর রাতের বেলায় ঘমুন্ত অবস্থা থেকে তুলে তাকে ডেকে নিয়ে যান মোবারক। পরে তাকে মারধর করে বাড়ির অদূরে ফেলে যান। পরে কাশেমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা খাতুন বাদী হয়ে ৯ অক্টোবর প্রতিপক্ষের ৮ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পলাতক থাকা প্রধান আসামি মোবারক হোসেনকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহের স্কোয়ার্ড কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ডেকে নিয়ে মারপিট করে হত্যার ঘটনা মোবারককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×