ভুয়া পুলিশ পরিচয়ে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর অফিস ও মধুখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২ | ০৩:৩২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ | ০৩:৩৮
ফরিদপুরের মধুখালীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে মধুখালী থানা পুলিশ।
সোমবার দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত আলী হোসেন ওরফে রাকিব শেখ মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. ছলিমুদ্দিন ওরফে পাখির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩ টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিব শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রাকিব শেখ পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে গত ১০ অক্টোবর মধুখালী ফরিদপুর মেইন রোড থেকে ওই কিশোরীকে অপহরণ করে। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। পরে রাকিব শেখকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- ফরিদপুর
- মধুখালী
- কিশোরীকে ধর্ষণ
- অপহরণের পর ধর্ষণ