ঘূর্ণিঝড় সিত্রাং
মোরেলগঞ্জ ও শরণখোলায় ফেরি চলাচল বন্ধ

ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২ | ০৩:৪৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ | ০৪:৩৯
ক্রমশ শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। বৃষ্টি ও বাতাস বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিশ্চিতে মোরেলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা ফেরি বন্ধ করেছে সড়ক বিভাগ। সেই সঙ্গে এই দুটি ফেরি ঘাটে চলাচল করা ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপারও বন্ধ রয়েছে।
তবে জরুরি প্রয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে ফেরি চালানো যাবে বলে জানানো হয়েছে।
বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী (সড়ক বিভাগ) মো. ফরিদ উদ্দিন বলেন, ঝড়ো হাওয়ার ফলে নদীর পানি ও ঢেউ বৃদ্ধিতে ফেরি চলাচল করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা মোরেলগঞ্জ ও রায়েন্দা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছি। ঝড়ের অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।