ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সংবাদ সম্মেলনে অভিযোগ

বানিশান্তার তিন ফসলি জমিতে ফের বালু ফেলার চেষ্টা

বানিশান্তার তিন ফসলি জমিতে ফের বালু ফেলার চেষ্টা

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:১০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:১০

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমিতে পশুর নদ খননের বালু ফেলার চেষ্টা বন্ধের দাবিতে ফের সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করে বেলা, নিজেরা করি, ব্লাস্ট, টিআইবি, ব্র্যাক, বাপা, গণসাক্ষরতা অভিযান, আইআরভি, সুজন, এলআরডি ও পরিবেশ সুরক্ষা মঞ্চ। এ সময় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সব সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি কুদরত-ই খুদা। তিনি জানান, ব্যাপক আন্দোলনের মুখে তিন ফসলি ওই কৃষিজমিতে বালু ফেলা হবে না বলে ঘোষণা দিয়েছিল উপজেলা প্রশাসন। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে সম্প্রতি ফের বালু ফেলার তোড়জোড় শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যে কোনো মূল্যে নিজেদের কৃষিজমি রক্ষার পক্ষে এলাকার মানুষ। পরিবেশবাদী সংগঠন হিসেবে তাদের প্রতি সমর্থন জানাচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো।
কুদরত-ই খুদা বলেন, ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদ ড্রেজিং-সংক্রান্ত 'মোংলা বন্দর ইনার বার ড্রেজিং' শীর্ষক প্রকল্প নেয়। এ প্রকল্পের অধীনে ড্রেজিংয়ের বালু মাটি ফেলার জন্য বানিশান্তার ৩০০ একর উর্বর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরলেও এখন ফের বালু ফেলার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। পরিবেশবাদী সংগঠনগুলোর আশা, সংশ্নিষ্ট কর্তৃপক্ষ এই কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

×