ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাসায় তল্লাশি চালিয়ে হাজার কোটি টাকার চেকের ফটোকপি উদ্ধার

বাসায় তল্লাশি চালিয়ে হাজার কোটি টাকার চেকের ফটোকপি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১২:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১২:৪৭

চট্টগ্রাম নগরের একটি বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যাংকের ১ হাজার ২ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকার ৭৩টি চেকের ফটোকপি উদ্ধার করেছে র‌্যাব। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ ২০ হাজার টাকার ২১টি ক্রসড চেকও।

বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার হামজা খাঁ লেনে গাউসিয়া আবাসিক এলাকার ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতার হওয়া তিন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাসায় চেকের ফটোকপি ছাড়াও ১৪টি বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা চেকের ফটোকপি, ফাঁকা স্ট্যাম্প, ৯টি লেজার বই, একটি ডিপোজিট বই, প্রচুর মামলার নথি ও পাঁচটি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। 

তিনি জানান, গাউসিয়া আবাসিক এলাকার এক বাসিন্দা ১৩ অক্টোবর লিখিত অভিযোগ করেন, ফাতেমা মঞ্জিলের একটি বাসায় কয়েকজন মিলে এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি করে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করছে। নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ছোটখাটো লেনদেন করে প্রথমে কম মূল্যমানের চেক হাতিয়ে নেয় তারা। পরে এসব চেক ফিরিয়ে দিয়ে বিশ্বাস জমিয়ে সইযুক্ত অলিখিত চেক গ্রহণ করে চড়া সুদে টাকা ধার দেয় প্রতারকরা।

মামুন আরও জানান, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ফাতেমা মঞ্জিলের কাজী প্রিয়া আক্তার মুক্তার ভাড়া বাসায় অভিযানের বিষয়টি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। তিনজনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ব্যাংকের চেক, চেকের ফটোকপিসহ অন্যান্য নথিপত্র জব্দ করা হয়।

আরও পড়ুন

×