ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেয়েটির পাশে মাশরাফি

মেয়েটির পাশে মাশরাফি

ছবি: ফাইল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২২:৩৪

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিফাত মোল্যা (১৮) ও এক কিশোরকে (১৬) আটক করেছে।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। প্রচুর রক্তক্ষরণ ও অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানতে পেরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় সংসদ সদস্য মাশরাফি ছাত্রীর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং ওই পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

×