গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের

প্রতীকী ছবি
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১২:৫২ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ১২:৫২
ঝিনাইদহে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গরবার রাত আটটার দিকে সদর উপজেলার হাজীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহ পরাণ (১৭) ও তার মামাতো ভাই আল মাহমুদ। এদের মধ্যে শাহ পরাণ মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং আল মাহমুদ একই গ্রামের নেছার উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই দুই যুবক রাতে সদর উপজেলার জিয়ানগর এলাকা থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারা যান শাহ পরাণ। গুরুতর আহত আল মাহমুদকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমীন আক্তার জানান, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। অন্যজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, আমি এ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে রওনা হয়েছি। পরে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- গাছের সঙ্গে ধাক্কা
- যুবক নিহত
- হাজীডাঙ্গা