৬২ কেজির বাঘাইড় ধরা পড়লো বড়শিতে

ছবি: সমকাল
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ২২:২৭ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ২২:২৭
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৬২ কেজির একটি বাঘাইড় মাছ। স্থানীয় এক জেলের বড়শিতে বৃহস্পতিবার মাছটি ধরা পড়ে। মাছটির দাম হাঁকানো হচ্ছে লাখ টাকা।
জেলের কাছ থেকে মাছটি কিনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে নিয়ে আসেন হানিফ আলী নামে এক ব্যক্তি। সেটি দেখতে ভিড় জমান সবাই।
হানিফ আলী সমকালকে জানান, তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বড়শিতে মাছটি ধরেছেন স্থানীয় এক জেলে। তার কার থেকে মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে। এখানে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করতে চান। এতে মাছটির দাম আসে প্রায় লাখ টাকা।
তবে উপস্তিত লোকজন ১২০০ টাকা পর্যন্ত কেজিতে নিতে চাচ্ছেন মাছটি। শুক্রবার নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে বিক্রি করার কথা বলেন তারা।