ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুই দফা দাবিতে খুলনার আলীম জুট মিলে বিক্ষোভ

দুই দফা দাবিতে খুলনার আলীম জুট মিলে বিক্ষোভ

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৩৮

বকেয়া মজুরি পরিশোধ ও 'ভুয়া মালিকের' হাত থেকে মিল রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খুলনায় রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিক ও কর্মচারীরা। শনিবার সকালে আলীম জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে খুলনা-যশোর মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও পরে গেটসভা অনুষ্ঠিত হয়।

মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ সরদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্লাটিনাম জুট মিল সিবিএ সভাপতি সাহানা শারমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ক্রিসেন্ট জুট মিল সিবিএ সভাপতি দ্বীন ইসলাম, সাবেক সভাপতি মুরাদ হোসেন, মো. আবু জাফর, মো. মোশারফ হোসেন, জেজেআই জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, দৌলতপুর জুট মিল সিবিএ সভাপতি হেমায়েত উদ্দিন, স্টার জুট মিল সিবিএ সভাপতি বিল্লাল হোসেন, ইস্টার্ন জুট মিল সিবিএ সভাপতি আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকদের ৫৮ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের ১৫ মাসের বেতন বকেয়া রয়েছে। এতে মিলের দেড় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাদের সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বক্তারা আরও বলেন, মেসার্স শিল্প প্রতিষ্ঠান লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান মাত্র ১৬ দশমিক ৮০ শতাংশ শেয়ার কিনে রাষ্ট্রায়ত্ত এ মিলের পুরো মালিকানা দাবি করছে। এ কারণে সরকার অর্থ ছাড় বন্ধ করে দিয়েছে। বক্তারা দ্রুত এ জটিলতা নিরসনের দাবি জানান।

আরও পড়ুন

×