ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সমিতির ৪০ কোটি টাকা লোপাট করা সেই আকবর গ্রেপ্তার

সমিতির ৪০ কোটি টাকা লোপাট করা সেই আকবর গ্রেপ্তার

আকবর হোসাইন

 দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০২:২১ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০২:৩৮

জামালপুরের দেওয়ানগঞ্জে সমবায় সমিতির নামে ৪০ কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ দিন ধরে লাপাত্তা থাকা সেই আকবর হোসাইন গ্রেপ্তার হয়েছে। বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আকবরের টাকা লোপাট ও লাপাত্তার ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ 'সমিতির ৪০ কোটি টাকা লোপাট' ও ২০২১ সালের ১৪ এপ্রিল ' সেই শিক্ষক এখনও বহাল' সশিরোনামে সমকালে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা যায়, আকবর হোসাইন হাতীভাঙ্গা মোফাজ্জল মিঞা মেমোরিয়াল ডিগ্রী কলেজের গণিতের প্রভাষক। তিনি সমাজ সেবার নাম করে উপজেলার কাঠারবিল বাজারে যমুনা বহুমুখী সমবায় সমিতি গঠন করেন।  সমিতিটি সদস্যদের মাঝে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালিয়ে অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেন তিনি। সেই সুবাদে ২০২১ সালের মার্চ মাস নাগাদ  জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও কুড়িগ্রাম জেলার রাজীবপুর, রৌমারী উপজেলার ৬ হাজার ৫০০ সদস্যদের কাছ থেকে  ৪০ কোটি টাকার বেশি আমানতের অর্থ সমিতির তহবিলে জমা হয়।

সমিতিটি কয়েক বছর সদস্যদের সঞ্চয়ের বিপরীতে মুনাফার টাকা নিয়মিত পরিশোধ করে। হঠাৎ ২০২০ সালে ওই সমিতির কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে সদস্যরা তাদের জমানো জামানতের মুনাফার অর্থসহ ও জামানতের মূল টাকা ফেরতের জন্য অফিসে আসতে থাকেন। কিন্তু মুনাফা তো দূরের কথা সঞ্চয়ের আসল টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে সমিতিটির কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ২০২০ সালের শুরুতেই আত্মগোপন করেন ওই সমিতির পরিচালক আকবর হোসাইন। সে সময় সদস্যদের অনেকে জামানতের অর্থ ফেরতের দাবিতে তার নামে মামলা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, আকবর আট মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। বহুদিন থেকে তাকে ধরার চেষ্টা চলছে। বুধবার রাতে তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন

×