ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনায় মৌমাছি ও মধুবিষয়ক সম্মেলন শনিবার

খুলনায় মৌমাছি ও মধুবিষয়ক সম্মেলন শনিবার

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৯:৩৫

খুলনায় মৌমাছি ও মধুবিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার খুলনা কনভেনশন সেন্টারে এ আয়োজন করেছে মৌমাছি ও মধু জোট।

এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অনুষ্ঠান উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তাদের নিয়ে জাতীয় জোটের সভাপতি সৈয়দ মইনুল আনোয়ার জানান, সম্মেলনে সারাদেশ থেকে মৌমাছি ও মধু-সংশ্লিষ্ট তিন শতাধিক ব্যক্তি অংশ নেবেন। সম্মেলনে বিএসটিআই লাইসেন্স, হালাল সার্টিফিকেট, বি লাইসেন্সের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা হবে। এছাড়া মানসম্পন্ন মধু সংগ্রহের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

এ ছাড়া সুন্দরবন থেকে বন বিভাগের মাধ্যমে মধু সংগ্রহ ও বিপণন বিষয়ক কর্মপদ্ধতি এবং সুন্দরবন হানি ট্যুরিজমের মাধ্যমে মধু ও মৌমাছি পর্যটন শিল্পে সংযুক্তি, রাজস্ব বৃদ্ধি ও সুদূরপ্রসারী সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। হাতে-কলমে সংক্ষিপ্ত মৌচাষ পদ্ধতিও দেখানো হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ১৩ হাজার সদস্যের জোটটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধুবিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধুবিষয়ক ভুল ধারণা দূরীকরণ এবং গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী, সভা-সেমিনার, মধু মেলা, সুন্দরবনে হানি ট্যুরিজমের মতো কার্যক্রম আয়োজন করে আসছে।

এ সময় মৌমাছি ও মধু সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ আকমুল হোসেন মাহমুদ, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ মুন্না, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×