ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কৃষি কর্মকর্তার গাড়িতে ৫ হাজার ইয়াবা

কৃষি কর্মকর্তার গাড়িতে ৫ হাজার ইয়াবা

প্রতীকী ছবি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৪৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২ | ১০:৪৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা। অন্য দু'জনের একজন তাঁর স্বামী, অপরজন গাড়িচালক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ইয়াবা পাচারকালে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তাঁর স্বামী মোতাহার হোসেন সেলিম ও প্রাইভেটকার চালক আজিজুল হক।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছিল বলে সংবাদ পাওয়া যায়। ওই খবরে পুলিশের একটি টিম অভিযান চালায়। সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, আমরা তিন বান্ধবী ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। ফেরার পথে দুই বান্ধবীকে নামিয়ে বাড়ি ফিরছিলাম। সন্ধ্যার কিছু আগে আমার স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ী আছেন, তাঁকে যেন নিয়ে যায়। তবে তাঁর সঙ্গে কী ছিল না ছিল জানা নেই। এক বছর ধরে তাঁর সঙ্গে আমার তেমন যোগাযোগ ছিল না। সম্প্রতি তিনি ভালো হয়ে গেছেন বলে আমার কাছে অঙ্গিকার করে কান্নাকাটি করেছেন। এ ঘটনায় আমি জড়িত নই। সেলিম আমাকে ও গাড়ির চালককে ফাঁসিয়ে দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পাঁচ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা আছেন। এ ঘটনায় তদন্ত না করে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

আরও পড়ুন

×