১৯ ঈগলের ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২ | ০৯:২৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ | ০৯:২৭
অবৈধভাবে সুদান থেকে আনা ১৯টি ঈগলের আশ্রয় হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। রোববার দুপুরে পার্ক কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈগলগুলো জব্দ করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় অবৈধভাবে বিদেশ থেকে পাখি আমদানি করায় সারা এগ্রোকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা করা হয়।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, পাখি আনার ক্ষেত্রে কাস্টমস আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। পোষা প্রাণীগুলো প্রতিপালন ও রক্ষণাবেক্ষণে বঙ্গবন্ধু সাফারি পার্কে দেওয়া হয়েছে।