ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ১

নিহত পাভেল। ছবি-সংগৃহীত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০০:২৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০০:২৪
চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, নানার বাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় ধোপাখিলা ভূঁইয়াবাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় পাভেল। এসময় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাভেলসহ উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।
আমজাদ নামের আহত অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
- বিষয় :
- কিশোর গ্যাং
- সংঘর্ষ
- ছুরিকাঘাত
- নিহত
- ব্যাডমিন্টন