বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৮:২৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৮:২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল আঞ্চলিক পর্ব। শুক্রবার সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন ববি উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। সহযোগী ছিল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।
১৩তম গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্বে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৪ জন প্রতিযোগী অংশ নেন। বিকেলে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
- বিষয় :
- ববি
- গণিত অলিম্পিয়াড
- ববি উপাচার্য