ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মাঝরাতে ফুটবল সমর্থকরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে পুলিশ

মাঝরাতে ফুটবল সমর্থকরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে পুলিশ

সমর্থকদের উল্লাস। ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১২:২৮ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১২:২৮

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় সিলেটেও চলছে উন্মাদনা। বিশেষ করে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ হলেই নগরীতে উন্মাদনার মাত্রা বহুগুন বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ শুরুর পর থেকে ম্যাচের আগে ও পরে ভেঁপু ও উচ্চস্বরে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে শোডাউন করে আসছেন ব্রাজিল-আর্জেন্টিনা সর্মথকরা।

এসব ঘটনায় নড়েচড়ে বসেছে সিলেট মহানগর পুলিশ। মাঝরাতে ফুটবল সমর্থকরা বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

গত শুক্রবার ব্রাজিল ও ক্যামেরুন এবং শনিবার আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচের পর গভীর রাতে ভেঁপু ও উচ্চস্বরে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে সমর্থকদের শোডাউন যেন সকল মাত্রাই ছাড়িয়ে যায়। এ ঘটনায় অতিষ্ট হয়ে নগরবাসী পুলিশের কাছে নালিশ করেন। অভিযোগের পর বিষয়টি আমলে নিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানিয়েছেন, যারা গভীর রাতে রাস্তায় ভেঁপু বাজাবে, মিছিল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রিয় দলের বিজয়ে আবেগ দেখাবে এটাই স্বাভাবিক। কিন্তু কোনোভাবেই পরিবেশ অশান্ত করা যাবে না। গভীর রাতে মানুষের ঘুমের ব্যাঘাত এবং অসুস্থ ও শিশুদের অসুবিধা সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে পুলিশ এখন থেকে কঠোর নজরদারি করবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে।

আরও পড়ুন

×