পৃথিবীর আলো দেখার ১০ ঘণ্টায় মিলল জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন বুঝে নিচ্ছে নবজাতকের বাবা। ছবি- সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০৭:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৪
জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে প্রায়ই ভোগান্তির অভিযোগ পাওয়া যায়। তবে এবার উল্টো ঘটনা ঘটেছে। জন্মের ১০ ঘণ্টার মধ্যে রোববার নিবন্ধনপত্র হাতে পেয়েছেন নবজাতক মোহাম্মদের বাবা আবু সুফিয়ান রাসেল।
গত শনিবার রাত ১২টা ৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি। নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শিশুটির জন্মনিবন্ধন করা হয়।
নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, জন্মনিবন্ধন একটি অন্যতম সেবা। রোববার অফিস খোলার পরপর শিশুটির বাবা তাঁর সন্তানের জন্মনিবন্ধনের অনলাইন আবেদনের কপি নিয়ে আসেন। প্রথম দিন-ই নিবন্ধন করতে এসেছেন দেখে খুশি হন তিনি। তাকে মিষ্টিমুখ করানো হয়েছে।আবু সুফিয়ান রাসেল বলেন, জন্মনিবন্ধন প্রতিটি নাগরিকের অধিকার। আমার শিশুসন্তান বড় হয়ে জানবে, সে জন্মের প্রথম দিনে রাষ্ট্রের কাছে জন্মনিবন্ধন করার সুযোগ লাভ করেছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, জন্মনিবন্ধন একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক। জন্মনিবন্ধনের বিষয়ে নাগরিকদের উৎসাহিত করা হয়। কুমিল্লায় জন্মের ১০ ঘণ্টার মধ্যে নিবন্ধন পেয়েছে মোহাম্মদ নামের নবজাতক।
- বিষয় :
- নবজাতক
- জন্ম নিবন্ধন
- চট্টগ্রাম
- কুমিল্লা