মুন্সীগঞ্জে আদালতের এজলাসে পুলিশের ওপর ব্লেড হামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:১৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:১৯
মুন্সীগঞ্জ আদালতের এজলাস কক্ষে বহিরাগতের ব্লেডের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জালাল মিয়া নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আদালতে বিচারিক কার্যক্রম চলার সময় পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জালাল। এক পর্যায়ে ব্লেড দিয়ে মোহাম্মদ আলীর পিঠে আঘাত করেন। এতে ইউনিফর্ম কেটে জখম হন তিনি। তাৎক্ষণিকভাবে অন্য পুলিশ সদস্যরা জালালকে আটক এবং আহত মোহাম্মদ আলীকে হাসপাতালে পাঠান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, ওই পুলিশ সদস্যের পিঠ ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন জানান, জালাল সদর উপজেলার মিরেস্বর এলাকার মো. আলমাসের ছেলে। এ ঘটনায় জালালকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।