ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এসিল্যান্ডের গাড়িতে ইজিবাইকের ধাক্কা, হাবিপ্রবির দুই শিক্ষার্থী আহত

এসিল্যান্ডের গাড়িতে ইজিবাইকের ধাক্কা, হাবিপ্রবির দুই শিক্ষার্থী আহত

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওই দুই শিক্ষার্থীর সহপাঠীরা। ছবি- সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ১২:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ১২:৪৩

দিনাজপুরে এসিল্যান্ডের গাড়িতে ইজিবাইকের ধাক্কায় দুই যাত্রী আহত হয়েছেন। তারা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- আমিনা ইয়াসমিন (২০) ও পল্লাব চন্দ্র (২২)। তারা দুজনই হাবিপ্রবির অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে আমিনা ইয়াসমিন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে এবং পল্লাব চন্দ্র রংপুর মিঠাপুকুর এলাকার ফেলান চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাস ধরতে না পারায় ওই দুই শিক্ষার্থী ইজিবাইকে করে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসিল্যান্ডের গাড়ির সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকটি এসিল্যান্ডের গাড়ির বাম্পারে আটকে যায় এবং ইজিবাইকে থাকা দুই শিক্ষার্থী রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, ছোট একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা মেডিকেলে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। বর্তমানে ওই দুই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

আরও পড়ুন

×