ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'বঞ্চিতের সংলাপ' অনুষ্ঠানে চার সংগ্রামী মানুষের গল্প

'বঞ্চিতের সংলাপ' অনুষ্ঠানে চার সংগ্রামী মানুষের গল্প

যশোরের খড়কি এলাকায় পিঠাপার্কে মঙ্গলবার শীতবস্ত্র পেয়ে আপ্লুত আলেয়া বেগম সমকাল

যশোর অফিস

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ১২:০০

ব্যতিক্রমী অনুষ্ঠানে চার শ্রমজীবী ব্যক্তিকে সম্মানিত করেছে যশোরের একটি সমাজকল্যাণ সংস্থা। গতকাল মঙ্গলবার দুপুরে শীতবস্ত্র-মশারি বিতরণ উৎসব ও বঞ্চিতের সংলাপ নামে ছিল এ আয়োজন। শহরের খড়কি এলাকার পিঠাপার্কে অনুষ্ঠানটির আয়োজন করে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। অনুষ্ঠানের মূল আকর্ষণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালমুড়ি বিক্রেতা জোনাব আলী, বাদাম বিক্রেতা জালাল, ফেরিওয়ালা জহুরুল ও প্রবীণ গৃহকর্মী আলেয়া বেগম। এতে তাঁরা জীবন-সংগ্রাম ও সমাজের নানা স্তরে বঞ্চনার গল্প তুলে ধরেন।
ষাট ছুঁই ছুঁই বয়সের আলেয়া থাকেন খড়কি এলাকার এক বস্তিতে। দুই ছেলের সংসারে থাকা এ নারীকে জীবন সায়াহ্নে এসেও কাজ করতে হয় অন্যের বাড়িতে। গৃহকর্মীর কাজ করতে গিয়ে বারবার বঞ্চিত হওয়ার বর্ণনা দেন তিনি। আলেয়া বলেন, 'গরিব বলে আমাদের ভালো জায়গায়-চেয়ারে কেউ বসতেও দেয় না।' কোনো অনুষ্ঠানের অতিথি হওয়া ছিল স্বপ্নের মতো ব্যাপার। মঙ্গলবারের অনুষ্ঠানে সম্মানিত হয়ে কিশোরীর মতো হেসেছেন প্রাণ খুলে। প্রাণভরে দোয়া করেন আয়োজকদের জন্য।
একই এলাকার বাদাম বিক্রেতা জালাল উদ্দিন বলেন, 'ঘুরে ঘুরে বাদাম বিক্রি করি। গরিব হওয়ায় বাদাম নেওয়ার সময়ও অনেকেই খারাপ ব্যবহার করে বাদাম চান। তার পরও হাসিমুখেই এই কাজ করে যাচ্ছি।'
তিনি আরও জানান, অনেকের কাছ থেকে অনেক সহায়তা পান। তবে ছবি তোলার পরই যেন তাঁদের দায়িত্ব শেষ। ভালো ব্যবহারও পান না। এখানে অতিথি হয়ে সম্মানিত বোধ
করছেন তিনি।
গ্রামে গ্রামে ফেরি করে চাদর-থ্রি পিস-শাড়ি বিক্রি করা জহুরুল ইসলাম জানান, অসুস্থতার কারণে এখন ঠিকমতো ফেরি করতে পারেন না। তবে আগে ব্যবসা করার সময় পদে পদে লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়েছেন। একই রকম মন্তব্য করেন ঝালমুড়ি বিক্রেতা জোনাব আলীও।
পরে সানাবিল ফাউন্ডেশনের সহায়তায় তাঁদের মতো শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উন্নতমানের কম্বল ও মশারি বিতরণ করেন এ অতিথিরা। আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা যশোর সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, সব পেশাই সম্মানের। তবে সুবিধাবঞ্চিত মানুষরা যে সমাজের অংশ, তা অনেকেই ভুলে যান। তাঁদের কথা কেউ শোনে না। তাই এ মানুষের গল্প জানানো আর উচ্চ ও নিম্নবিত্তের ভেদাভেদ ভাঙতেই এ আয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইন্দ্রজিৎ রায়, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ।

আরও পড়ুন

×